ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রচ্ছদ

/

জাতীয়

বসিলার রাস্তার মাঝখানে একেক সময় একেক চিত্র, ভোগান্তিতে মানুষ

নিজস্ব প্রতিবেদক : 4 months ago

সামান্য বৃষ্টিতে চলাচলে ভয়ংকর রূপ নেয়। বসিলা উত্তর পাড়া ভেতরে প্রবেশ করতেই মেইন রোডস্থ- ঠিক বসিলা স্কুলের দেয়াল ঘেসেই রাস্তার মাঝখানে লম্বা বাশ দিয়ে সতর্কতা নিশানা দেওয়া হয়। রাস্তার মাঝ খানে কিছু দিন পর পর  একেক সময় একেক চিত্র দেখা যায়।  আশংঙ্কাজনক অবস্থায় আছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, বসিলা ব্রিজ থেকে উত্তরপাড়া পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তার মাঝখানে ছোট ছোট গর্ত  হয়ে আছে। আমরা মাঝে মাঝে ইটের টুকরা মাটি মিশ্রন করে দেই কিছুদিন ভালো থাকে আবার সেই আগের ভোগান্তি। এই রাস্তাটি বসিলা উত্তরপাড়া মেইন সড়ক- সিএনসি, জরুরী সেবা গাড়ি, অটোরিক্সা সহ হাটবাজারের ভ্যান যাতায়াত করে কখন বড় ধরনের দুর্ঘ টনা ঘটে যায় বলা খুব কঠিন।  আমাদের ভোগান্তি কবে দুর হবে ঠিক নেই। 

স্থানীয় একজন স্কুল  শিক্ষক আমাদের জানান প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের চলতে খুবই সমস্যা হয়। তাই জনদূর্ভোগ ও বিড়ম্বনার অবসান ঘটাতে রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন মনে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। 

নিজস্ব প্রতিবেদক :