আন্তর্জাতিক ডেস্ক 1 year ago
ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।
মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ঘৃণ্য দখলদারিত্ব দীর্ঘস্থায়ী হবে না। ইসরায়েলিরা দখলদারিত্ব বজায় রেখে ফিলিস্তিনি জনগণের ওপর যে হত্যাযজ্ঞ ও নিপীড়ন চালাচ্ছে তা বর্ণবাদী নীতি।
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের এ প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলিদের জন্য আমার আজকের বার্তা হচ্ছে- ফিলিস্তিনি ভূমিতে তাদের দখলদারিত্বের আকাঙ্ক্ষা এবং কল্পনাবিলাস দীর্ঘস্থায়ী হবে না। কারণ, ফিলিস্তিনের জনগণ সেখানে আছে এবং তারা সেখানে হাজার হাজার বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে আসছে। ফলে ফিলিস্তিনিরা সেখান থেকে চলে যেতে পারে না। যদি কাউকে ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যেতে হয়, তাহলে ইসরায়েলিদেরকেই এ (ফিলিস্তিনি) ভূখণ্ড ছাড়তে হবে।’
জাতিসংঘে দেওয়া ভাষণে মাহমুদ আব্বাস আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমার বার্তা হচ্ছে যে তাদেরকে এখন থেকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে সাহসের সঙ্গে ফিলিস্তিনিদের অধিকার সংক্রান্ত যে সমস্ত প্রস্তাব পাস হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।’
সুস্পষ্ট করে মাহমুদ আব্বাস বলেন, যারা মধ্যপ্রাচ্যে শান্তির কথা চিন্তা করেন তাদের প্রতি আমার বার্তা হচ্ছে শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই অঞ্চলে শান্তি আসতে পারে। অন্যথায়, শান্তি নিতান্তই কল্পনার বিষয় হয়ে থাকবে।
সূত্র: আল-জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক