ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রচ্ছদ

/

জাতীয়

৮০ লাখে মুশফিকুর রহিমকে দলে নিলো ফরচুন বরিশাল

নিজস্ব প্রতিবেদক 1 year ago

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পরবর্তী আসর শুরু হওয়ার কথা রয়েছে আগামী বছরের জানুয়ারীতে। ইতিমধ্যেই সরাসরি চুক্তিতে বিদেশী ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। আজ আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট থেকে সবথেকে দামী ক্রিকেটার মুশফিকুর রহিমকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। 

প্লেয়ার্স ড্রাফটের সাতটি ক্যাটাগরির মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে  ‘এ ক্যাটাগরিতে ছিলেন মুশফিক।  ‘এ  ক্যাটাগরির পারিশ্রমিক সর্বোচ্চ ৮০ লাখ টাকা।

ফরচুন বরিশাল আগেই সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল তামিম ইকবালকে। এবারও মুশফিকও যোগ দিলেন সেই একই দলে। গত মৌসুমে মিস্টার ডিপেন্ডেবল খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। মাশরাফি মুর্তজার অধীনে গতবার ফাইনালেও খেলেছে সিলেট, শিরোপা নির্ধারণি ম্যাচে ফিফটিও পেয়েছেন মুশফিক তবে শিরপার দেখা পাননি। এদিকে গত মৌসুমে সিলেটের হয়ে ১৫ ম্যাচ খেলে মুশফিক রান করেছিলেন ৩৫৭। তবুও তাকে এবার আর ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইটি।

এদিকে বরিশালে এবার তামিমকে ছাড়াও মুশফিক সতীর্থ হিসেবে পাচ্ছেন মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদকে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি ও দুনিথ ভেল্লালাগে।

নিজস্ব প্রতিবেদক