ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রচ্ছদ

/

জাতীয়

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে মধ্যবয়সীরা: স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক 1 year ago

দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে মধ্যবয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, ২০ থেকে ৫০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া ৫ বছরের নিচের বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের হার ৮ শতাংশের মতো।

রোববার (২৪ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. হাবিবুল আহসান তালুকদার।

চলতি বছর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল জানিয়ে তিনি বলেন, জুলাই মাসে ছিল ৪৩ হাজার ৮৫৪ জন, মৃত্যু হয়েছিল ২০৪ জনের। আগস্ট মাসে রোগী ছিল ৭১ হাজার ৯৭৬ জন, মৃত্যু ছিল ৩৪২ জনের এবং সেপ্টেম্বর মাসের আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৯০৯ জনের, মৃত্যু হয়েছে ৩০০ জনের। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ৮৪ হাজার ৭১৭ জন।

ডা. হাবিবুল আহসান বলেন, ঢাকা সিটি এলাকায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী। ঢাকা সিটির বাইরে সারাদেশে আটটি বিভাগীয় পর্যায়ে সবচেয়ে বেশি রোগী ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে। ঢাকা বিভাগের ফরিদপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী এসব জেলায় বেশি আক্রান্ত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং লক্ষ্মীপুর জেলা এবং বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী জেলায় বেশি আক্রান্ত পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা জানান, ডেঙ্গু পরিস্থিতিতে সাময়িক স্যালাইন সংকট দেখা দিয়েছিল। এটি নিরসনে তিন লাখ স্যালাইন আমদানি করা হচ্ছে, এর মধ্যে ৪৪ হাজার ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এ অবস্থায় কোথাও স্যালাইনের সংকট হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

 

নিজস্ব প্রতিবেদক