ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রচ্ছদ

/

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাছাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : 1 year ago

 

গত ১১ অক্টোবর ২০২৩ ব্রাহ্মণবাড়িয়া-২  আসনের উপনির্বাচনে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে। মনোনয়নপত্র জমাদানকারী ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির (রওশন এরশাদ) সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (স্বতন্ত্র), জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুল হামিদ, ন্যাশনাল পিপলস পার্টির রাজ্জাক হোসেন এবং মো. ইব্রাহিম মিয়া (স্বতন্ত্র)। তাঁদের মধ্যে শাহজাহান আলম, জিয়াউল হক ও আবদুল হামিদ মনোনয়নপত্র জমা দেওয়ার আগে উপজেলা পরিষদ চত্বরে কর্মী, সমর্থক ও অনুসারীদের নিয়ে মিছিল করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল উপজেলার নয়টি এবং আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে বর্তমানে ভোটারসংখ্যা ৪ লাখ ১০ হাজার ১১২। এর মধ্যে সরাইলে ২ লাখ ৬৬ হাজার ৫৯৭ এবং আশুগঞ্জে ১ লাখ ৪৩ হাজার ৫১৫ ভোট।
আজ বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০২৩ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে বলে জানিয়েছেন সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :