ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রচ্ছদ

/

জাতীয়

‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বড় সুরক্ষা বলয়ের মধ্যে আনতে চাই’

ডেস্ক রিপোর্ট 1 year ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সামাজিক অবক্ষয় নেই উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, এটা খুবই মুক্ত এবং সেকুলার ক্যাম্পাস। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একটা বড় সুরক্ষা বলয়ের মধ্যে আনতে চাই।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠিত সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। অনুষ্ঠানে ৫২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, এই সরকারের আমলে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস তৈরিতে সক্ষম হয়েছি। আমরা আমাদের এসকল শিক্ষার্থীদের প্রতিবন্ধী বলি না, বিশ্ববিদ্যালয় তাদের সংজ্ঞায়িত করে ভিন্নভাবে। আমরা ‘বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র এবং ভিন্ন ক্ষেত্রে সক্ষম বলেই সম্বোধন করে থাকি। আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একটা বড় সুরক্ষা বলয়ের মধ্যে আনতে চাই। নানাভাবে যারা প্রতিকূলতার মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কাজ দিয়ে থাকে।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অন্তর্ভুক্তিমূলক, অসাম্প্রদায়িক এবং মানবিক ক্যাম্পাস। আমদের সকল আয়োজনে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীরা অথবা যাদের মাঝে নানা ধরণের প্রতিকূলতা রয়েছে, সেই শিক্ষার্থীরা যাতে সম্পৃক্ত হতে পারে এবং অনুষ্ঠানকে উপভোগ করতে পারে, তার জন্য সবসময় থাকে বিশেষ ব্যবস্থার আয়োজন। এর জন্য পাঁচ থেকে সাতজন লোকও রাখা হয়, যারা বিশেষভাবে সাহায্য করবে। তবে তোমাদের (প্রতিবন্ধী) উপস্থিতি থাকে না। যতই তোমদের অংশগ্রহণ বাড়বে, ততই একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সমাজ তৈরি হবে। তোমাদের অধিকারগুলোও নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

 

ডেস্ক রিপোর্ট