এম এ রশিদ : 1 year ago
শিক্ষককে বলা হয় শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর; সমাজে ভাল কাজ করার জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
গতকাল মঙ্গলবার ২৬ সপ্টেম্বের সকালে রাজধানীর উত্তরার সানরাইজ কলজে সুশাসন প্রতষ্ঠিায় শক্ষিক সমাজরে ভূমকিা র্শীষক সেমিনারে ঢাকা-১৮ আসনের আগামি দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী দয়াল কুমার বড়ুয়া আরো বলেন- আমরা জানি শিক্ষক আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। শিক্ষকরা হলেন যুব সমাজের মূলস্তম্ভ। ছাত্রদের চরিত্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ময়মনসিংহ ৭-৮ ত্রিশাল/ঈশ্বরগঞ্জ আসনের আগামি দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী নাফিজ মাহবুব, জানান জাতীর ভবিষ্যত শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আর সেটা করবে একজন শক্ষিক। সমাজে বিশৃঙ্খলা পরিবেশে ও অরাজকতা পরস্থিতিরি সৃষ্টি হলে সেটা রোধ করাও শক্ষিকদের দায়ত্বি বলে তিনি মন্তব্য করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানরাইজ কলজেরে অধ্যক্ষ মোহাম্মদ জিয়া উদ্দিন সরকার জিয়া। প্রধান আলোচক ছিলেন অ্যাসোসযি়শেন ফর গুড গর্ভনন্সে ইন বাংলাদশেরে প্রতষ্ঠিাতা ও চেয়ারম্যান অ্যধাপক ড. এম মজিানুর রহমান।
এম এ রশিদ :