ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রচ্ছদ

/

জাতীয়

রংপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত শতাধিক

রংপুর প্রতিনিধি: 1 year ago

রংপুররে মিঠাপুকুরে আধিপত্য বিস্তারকে কন্দ্রে করে আওয়ামী লীগের দুই গ্রুপরে মধ্যে সংর্ঘষে পুলিশ, সাংবাদিকসহ শতাধকি নেতাকর্মী আহত হয়ছে। পিরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। টানা দুই ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলশি ও প্রত্যক্ষর্দশী সূত্রে জানা গেছে শুক্রবার (২৯ সপ্টেম্বের, বিকেল ৪ টায়) আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শখে হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে উপজলো আওয়ামী লীগের দুটি গ্রুপ আলোচনা সভার আয়োজন করে উপজলো পরষিদ চত্বরে এইচএন আশকিুর রহমান এমপি ও রাশেক রহমানের সর্মথকরা এবং মিঠাপুকুর ওভার ব্রিজের নিচে উপজলো চেয়ারম্যান জাকির হোসেন সর্মথকরা পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করে।

এ সময় এমপি গ্রুপের লোকজন অর্তকতি হামলা চালায় বলে জানান জাকরি হোসনে সরকার। মুর্হূতইে মিঠাপুকুর উপজলো সদর এলাকা রণক্ষেত্রে পরণিত হয়। সংর্ঘষ চলাকালে দু-গ্রুপরে লোকজন ইটপাটকলে ছুড়তে থাকে। এতে পুলিশ, আনসার, সাংবাদিক ও পথচারীসহ দুই গ্রুপরে শতাধকি নেতাকর্মী আহত হয়ছে। আহতদের স্থানীয় হাসপাতালে র্ভতি করা হয়ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পুলিশের তৎপরতায় রংপুর জেলা থেকেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংর্ঘষে চলে। অবশেষে প্রশাসনের যৌথ উদ্যোগে সন্ধা ৭টার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে ঘটনাস্থলে অতরিক্তি পুলশি মোতায়নে রয়ছে।

 

 

রংপুর প্রতিনিধি:

এই সম্পর্কিত আরও খবর